কোর্সটি ৫+ থেকে শুরু করে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরী করা। এই কোর্সটিতে বাচ্চাদের চিন্তা-ভাবনা ও মনোভাবের উপর প্রাধান্য দিয়ে এবং তাদের প্রত্যহিক জীবনে এবং শিক্ষার সাথে সঙ্গতিরেখে কোর্স কনটেন্ট সিলেকশন করা হয়েছে।
কোর্সে যা থাকছে
৩২টি লেসন
১৬টি ভিডিও
১৬টি অনলাইন নোট
১৮টি এসাইনমেন্ট
১৪সেট কুইজ
১৫টি এক্সাম
৪টি প্রেজেন্টেশন
অল্প বয়সের বাচ্চারা বেশীরভাগ ক্ষেত্রে মোবাইল গেইম কিংবা রিল’এ আসক্ত হয়ে যায়। যার ফলে ওরা ওদের বেক্সিমান বিনোদনের জন্য মোবাইল গেইম ও ইউটিউব বেছে নেয়। এই কোর্সটির মাধ্যমে শিশুদের চাহিদার কথা মাথায় রেখে ধীরে ধীরে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদেরকে মোবাইল ও কম্পিউটারের এমন কিছু কাজে জড়িয়ে ফেলা হয় যা তার মনস্তাত্বিক বিকাশের পাশাপাশি একাডেমীক ভালো ভালো কাজ করতে উৎসাহ তৈরী করে। এক পর্যায়ে ওরা মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে ঠিকই কিন্তু সেগুলো দিয়ে ওরা ক্রিয়েটিভ ও একাডেমীক কাজে লাগায়।
কোর্সটিতে যা যা শিখবেন
- কম্পিউটার এর ছোট-বড় বিষয়ের উপর বেসিক অর্থাৎ সরল ধারনা পাবে।
- খেলার ছলে দ্রুত টাইপ করা শিখে ফেলবে।
- সুন্দর করে গুছিয়ে লেখা শিখবে।
- বিভিন্ন ধরনের আর্ট করার সুন্দর ও সহজ পদ্ধতি শিখবে।
- প্রেজেন্টেশন তৈরীর সকল কলা-কৌশল জানতে পারবে।
- একই সাথে মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করে ডিজাইন করা শিখবে।
- নোট খাতা ও কলম
- নিয়মিত ক্লাসের আসার মন মানুষিকতা
- অন্তত ২ মাস এ কোর্সে লেগে থাকার ইচ্ছা শক্তি
- কোর্স ফি এর সম্পুর্ণ টাকা ভর্তির সময় এক বারে পেমেন্ট করতে হবে
- চাইলে ক্যাশ অথবা ই-ওয়ালেট এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন
- বিস্তারিত জানতে হলে এই লিংকে ক্লিক করুন
ছোটদের জন্য কোর্সটি কেনো প্রয়োজন
অল্প বয়সের বাচ্চারা বেশীরভাগ ক্ষেত্রে মোবাইল গেইম কিংবা রিল’এ আসক্ত হয়ে যায়। যার ফলে ওরা ওদের বেক্সিমান বিনোদনের জন্য মোবাইল গেইম ও ইউটিউব বেছে নেয়। এই কোর্সটির মাধ্যমে শিশুদের চাহিদার কথা মাথায় রেখে ধীরে ধীরে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদেরকে মোবাইল ও কম্পিউটারের এমন কিছু কাজে জড়িয়ে ফেলা হয় যা তার মনস্তাত্বিক বিকাশের পাশাপাশি একাডেমীক ভালো ভালো কাজ করতে উৎসাহ তৈরী করে। এক পর্যায়ে ওরা মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে ঠিকই কিন্তু সেগুলো দিয়ে ওরা ক্রিয়েটিভ ও একাডেমীক কাজে লাগায়।
0 Comments