এডমিশন
কোর্স লিস্ট থেকে আপনার পছন্দের কোর্সটি নির্বাচন করে জেনে নিন কোর্স সম্পর্কে বিস্তারিত। এরপর নির্ধারিত ফি পরিশোধ করে ফরম ফিলাপ করতে হবে।
রেজিষ্ট্রেশনের নিয়ম:
নিচের লিংকে ক্লিক করে ভর্তি ফরম ফিলাপ এর মাধ্যমে ভর্তি হতে পারবেন অথবা,
আপারস্কীল অফিসে এসে সরাসরি ভর্তি হতে পারবেন।
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লি করুন
তুমি যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তবে
তোমার জন্য নিচের ২টি কোর্স এর যেকোনে একটি করা ভালো হবে-
Basic Computer Training অথবা Advance Computer Training, তাছাড়া চাইলে তুমি এই ২টি কোর্সের যেকোনো একটি কোর্স শিখে গ্রাফিক্স এর WordPress & Canva Mastery এই কোর্সটি শিখতে পারো।
তুমি যদি এডভান্স ল্যাভেলে কোনো কোর্স শিখতে চাও তবে তুমি
Advance Digital Marketing কোর্সটি ট্রাই করতে পারো। যদিও এই কোর্সটি ৪ মাসের দীর্ঘ লম্বা সময়ের কিন্তু এটি সম্পন্ন করে তুমি ফ্রিল্যান্সিং অর্থাৎ উপার্জন শুরু করতে পারবে।
কেউ যদি ইংলিশ স্কীল উন্নয়ন করতে চাও তবে
Basic English Journey কোর্সটি তোমার জন্য বেষ্ট অবশন।
0 Comments