Advance Computer Training


এডভান্স কম্পিউটার ট্রেনিং কোর্স শিক্ষার্থীদের স্মার্টভাবে কাজ করতে সাহায্য করে। এটি চাকরি, ফ্রিল্যান্সিং ও অনলাইন শিক্ষায় দক্ষতা বাড়ায়। প্রেজেন্টেশন, ডেটা ম্যানেজমেন্ট ও ইন্টারনেট ব্যবহারে আত্মবিশ্বাস এনে দেয়। আধুনিক যুগে টিকে থাকতে ও ক্যারিয়ার গড়তে এই দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয়।
এই কোর্সে যা যা থাকছে
৪২টি লেসন | ২৪টি ভিডিও
৪২টি অনলাইন নোট | ২৭টি এসানইমেন্ট
১৭সেট কুইজ | ১৫টি এক্সাম
৫টি প্রেজেন্টেশন

সিলেবাস

Time

Activity

Description

1

Orientation & Digital Literacy

1

2

Typing Practice (English with 10 finger method)

2

3

Computer Fundamentals (Hardware, Software, OS Basics)

2+1

4

File & Folder Management (Pendrive, Save, Rename, etc.)

1

5

MS Word (Document formatting, CV writing, Bangla typing)

8+1

6

MS Excel (Formulas, Charts, Data Entry, Calculation)

7+1

7

MS PowerPoint (Presentation design, Animation, Practical use)

5+1

8

Internet & Email (Gmail, Downloading, Safety, Browsing)

2

9

Job Preparation & Practical Application (CV, Online Apply)

5+5

10

Assessment & Final Exam

2

ক্লাশ শুরু করতে এখানে ক্লিক করুন



কোর্স কারিক্যুলাম


Introduction to Computers
Typing & Keyboard Skills
Microsoft Word
Microsoft Excel
Microsoft PowerPoint
Internet & Email Usage
Google Tools & Online File Management
Final Project & Assessment



বর্তমানে অ্যাডভান্স কম্পিউটার ট্রেনিং-এর চাহিদা দ্রুতগতিতে বাড়ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা ও ব্যবসা খাতে কম্পিউটার দক্ষতা অপরিহার্য হয়ে উঠেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইমেইল, গুগল টুলস ও অনলাইন কমিউনিকেশনে দক্ষ হয়। ফলে তারা চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকে এবং ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়। এছাড়া অনলাইন শিক্ষা ও তথ্য অনুসন্ধানে সহজতা আসে। গ্রামীণ ও শহুরে শিক্ষার্থীদের জন্য এটি এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দেয়, যা আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গঠনে সহায়ক।



কাদের জন্য এবং কেনো এই কোর্সটি প্রয়োজন


শিক্ষার্থীদের জন্য – অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট ও প্রজেক্ট তৈরি সহজ হয়।
চাকরিপ্রার্থীদের জন্য – অফিস সফটওয়্যার ও টাইপিং দক্ষতা চাকরির জন্য অপরিহার্য।
ফ্রিল্যান্সিং আগ্রহীদের জন্য – অনলাইন আয় ও গ্লোবাল ক্লায়েন্টদের সাথে কাজ করার দক্ষতা তৈরি হয়।
উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য – ডিজিটাল মার্কেটিং, হিসাব ও প্রেজেন্টেশন সহজ হয়।
গৃহিণীদের জন্য – ঘরে বসে অনলাইন কাজ বা শিক্ষার সুযোগ তৈরি হয়।
শিক্ষকদের জন্য – ক্লাস প্রেজেন্টেশন ও অনলাইন শিক্ষাদানে দক্ষতা বাড়ে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য – ইমেইল, অনলাইন ফর্ম পূরণ ও সামাজিক যোগাযোগে সহায়ক।




কম্পিউটার অপারেটর
ডেটা এন্ট্রি অপারেটর
অফিস সহকারী (কম্পিউটার জানা আবশ্যক)
গ্রাফিক্স ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (বেসিক জানলে শুরু করা যায়)
ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট
ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ (কম্পিউটার ব্যবহারে দক্ষতা আবশ্যক)
অনলাইন কাস্টমার সার্ভিস / চ্যাট সাপোর্ট
ফ্রিল্যান্সার (ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কনটেন্ট ফরম্যাটিং)
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপক (Social Media Manager – Entry Level)
কম্পিউটার প্রশিক্ষক (শিক্ষাদানের আগ্রহ থাকলে)


সফ্টওয়্যার ও টুলস


Microsoft Word Microsoft Excel Microsoft PowerPoint Google Docs Google Sheets Google Slides Google Chrome / Firefox Gmail Google Drive Zoom / Google Meet YouTube File Explorer (Windows) Recycle Bin, Control Panel, Settings Basic Typing Software



আজীবন সাপোর্ট


Uperskill তার শিক্ষার্থীদের সাথে আজীবনের বন্ধুত্বপুর্ণ বন্ধন ধরে রাখে। কোর্স শেষ হয়ে গেলেও যেকোনো প্রয়োজনে বিশেষ করে ক্যারিয়ার চ্যালেঞ্জে আমরা পাশে থাকি সকল ধরনের সহায়তা নিয়ে। আমাদের দক্ষ সাপোর্ট টিম ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে সাহায্য করতে। প্রতিদিনের ব্যক্তিগত ফিডব্যাক আপনার উন্নতিকে করে আরও ধারাবাহিক ও কার্যকর।



আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য প্র্যাকটিস ল্যাব সাপোর্ট প্রদান করি, যাতে তারা যেকোনো সময় সহজে তাদের কোর্সের কাজ সম্পন্ন করতে পারে। নিরবচ্ছিন্ন ও সহায়ক শেখার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আমরা তাদের হাতে-কলমে দক্ষতা অর্জনে সহায়তা করি, যা তাদের বাস্তব জ্ঞানে পরিপূর্ণ ও আত্মবিশ্বাসী করে তোলে।



ক্লাসে কোনো বিষয় মিস হলে চিন্তার কারণ নেই। আমরা অধিকাংশ ক্লাস রেকর্ড করি, যাতে অনুপস্থিত শিক্ষার্থীরাও প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে পারে। ভিডিও বারবার দেখে তারা বিষয়টি সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারে। আমাদের লক্ষ্য হলো আপনাকে একটি নমনীয় ও সহজ শিক্ষার পরিবেশ দেওয়া, যেখানে ধীরে ধীরে আপনার দক্ষতা উন্নত হবে।



আমাদের Professional Job Support বিভাগ আপনাকে মান সম্পন্ন চাকরি খুঁজে পেতে সম্পূর্ণ সহায়তা প্রদান করে। আমরা আপনার পোর্টফোলিও সঠিক নিয়োগকর্তার কাছে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিই। এখন পর্যন্ত বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরিতে সহায়তা পেয়েছে।



কোনো দক্ষতায় পারদর্শী হতে হাতে-কলমে অভিজ্ঞতা অপরিহার্য। বাস্তব কাজের অভিজ্ঞতা উন্নত ক্যারিয়ার গড়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। Uperskill তার শিক্ষার্থীদের ভার্চুয়াল ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে, যেখানে তারা শিল্প বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কাজ করতে পারে। আমাদের অনলাইন ইন্টার্নশিপ অফলাইন কাজের সমতুল্য কার্যকর। এছাড়া, ইচ্ছা করলে অফিসে এসে সরাসরি ইন্টার্নশিপও সম্পন্ন করা যায়।



গত হয়ে যাওয়া ক্লাসের বিষয়গুলো বুঝতে কি কখনো কষ্ট হয়? সেরা শেখার জন্য আমরা নিয়মিত রিভিউ ক্লাসের আয়োজন করি, যা শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে বাধা দূর করতে সাহায্য করে। আমাদের দক্ষ মেন্টরদের কাছ থেকে ঘনিষ্ঠ তত্ত্বাবধানে আপনি যেসব বিষয় কঠিন মনে করেন সেগুলো সহজে বুঝতে পারবেন।






























Post a Comment

0 Comments