একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা



আমরা ২০২৪ইং সালে “আপারস্কীল একাডেমী” নামে হোমনায় একটি আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি।

ইতিমধ্যে Uperskill Academy গত ১৭ মাসে প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে আইটি সেবা প্রদান করেছে। 

বর্তমানে আপারস্কীল কর্তপক্ষ তার অভিজ্ঞতা ব্যবহার করে হোমনাতে একটি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা ভাবছে। যেহেতু বর্তমানে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো নৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত সামাজিক পরিবেশকে পরিপুর্ণ ভাবে পরিশুদ্ধ করতে হিমশিম খাচ্ছে এবং উন্নত মাসের শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট চাহিদা রয়েছে সেহেতু আমরা মনে করি আমাদের এলাকায় সঠিক ভাবে এসেসমেন্ট করে স্থান, কাল ও বিভিন্ন ক্যাটাগরী বিবেচনা করে একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যেতে পারে।

হোমনা কে সেন্টার ধরে ৫০০ কিলোমিটার এরিয়ায় আধুনিক ও যুগোপযগি কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুজেঁ পাওয়া যায় না যেখানে নিশ্চিত করে একজন মানুষকে শিক্ষিত করার পাশাপাশি মানবিক করে গড়ে তোলার ব্যবস্থা রয়েছে।

আমরা প্রত্যেকেই কোনোনা কোনো শিক্ষার্থীর অভিভাবক। আমরা চাই আমাদের সন্তান শিক্ষিত হবার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। কিন্তু এর দায়িত্ব আমরা কোন প্রতিষ্ঠানকে দিবো? তেমন প্রতিষ্ঠানের খোঁজ কি আমরা আমাদের এরিয়াতে পাই? জেনারেল শিক্ষা আছে তো নৈতিক শিক্ষা নেই, ধর্ম শিক্ষা আছে তো জেনারেল শিক্ষা নেই।

এসব কিছু মাথায় রেখে আমরা আগামী ২০২৭ সালের ডিসেম্বরে হোমনাতে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কথা ভাবছি, যেখানে জেনারেল শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্ম শিক্ষা, কারিগরি শিক্ষা, পারিবারিক ও সামাজিক শিক্ষা সহ জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য সকল প্রকার শিক্ষার ব্যবস্থা থাকবে।

এমন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা সহজ নয়। যেমন প্রয়োজন প্রচুর অর্থ তার চাইতে প্রয়োজন কিছু ভালো মানুষ একত্র হয়ে এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার চেষ্টা করা।

এই পরিপ্রেক্ষিতে আগামী ১৩ মাস এসেসমেন্ট, রিসার্চ, পর্যালোচনা, পরিকল্পনা, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে নিশ্চিত হতে চায় যে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা ঠিক হবে কিনা। এই সময়ে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হবে।

যেহেতু আমরা নতুন ও আধুনিক মানের একটি প্রতষ্ঠানের কথা ভাবছি। সেহেতু এর জন্য আমাদের প্রচুর লোকবল ও পর্যালোক সহ সহযোগি তথা বিভিন্ন ক্যাটাগরীর এক্সপার্ট প্রয়োজন হবে। এদের মধ্যে রিসার্চার, সহযোগী, মানবিক সাপোর্ট, ডাটা এনালাইসিস এক্সপার্ট ইত্যাদি ক্যাটাগরীতে কাজ করার সুযোগ থাকবে। সর্বপরি ভবিষ্যতে আমাদের পরিকল্পনা সফলভাবে শুরু করার সিদ্ধান্ত নেয়া হলে পার্টনার, দাতা, সহযোগী, শিক্ষক, এমপ্লয়ী, কর্মী ইত্যাদি ক্যাটাগরীতে এর সাথে যুক্ত হবার সুযোগ থাকবে।

উপরোক্ত বিষয় বিবেচনা করে আমরা যোগ্য ও সমমনা ব্যক্তিদেরকে বাছাই করে নিয়ে গ্রুপ ভিত্তিক কাজ শুরু করতে যাচ্ছে। যারা এমন সৃজনশীল, আধুনিক ও সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মানে নিজেদেরকে যুক্ত করতে চান তাদেরকে “একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা” প্রকল্পে এ স্বাগত জানাই।

 

রেজিষ্ট্রেশন করতে নিচের বাটনে ক্লিক করুন

ব্যতিক্রমী কি কি বৈশিষ্ট্য থাকবে আমাদের প্রতিষ্ঠানে-

  • নৈতিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া
  • কারিগরি শিক্ষা প্রতি শ্রেণি ও শিক্ষার্থীর জন্য বাধ্যতামুলক
  • পারিবারিক ও সামাজিক দায়িত্ব ও কর্তব্য শিক্ষা প্রদান
  • আধুনিক ও বিজ্ঞান বিষয়ক সময়োপযোগি প্রয়োজনীয় শিক্ষা প্রদান
  • আত্মনির্ভর ও দায়িত্বশীল হয়ে উঠায় যোগ্য করে তোলা
  • ধর্মীয় শিক্ষা নিশ্চিত/বাধ্যতামুলক হিসেবে গন্য করা
  • প্রতিটি শিক্ষার্থীর আগ্রহ/যোগ্যতা বিবেচনা করে আলাদা কারিক্যুলাম ব্যবস্থা
  • শিক্ষাকে আনন্দদায়ক ও বাস্তবতা ভিত্তিক করে উপস্থাপন করা
  • অপ্রয়োজনীয় কার্যক্রম থেকে বেড়িয়ে আসা

 

যারা চুড়ান্তভাবে এ কার্যক্রমে যুক্ত হবে তারা-

  • সকল ধরনের রিসার্চ এর আপডেট তথ্য জানতে পারবে
  • আগামী সকল পরিকল্পনা জানতে ও কাজে যুক্ত হতে পারবে
  • প্রতিটি রিসার্চ এর সকল তথ্য জানতে ও অংশগ্রহণ করতে পারবে
  • আর্থিক তহবিলে অর্থ (এককালীন/ মাসিক) দিতে পারবে
  • পার্টনার হবার জন্য আবেদন করতে পারবে
  • বিভিন্ন সার্ভে ও ভিজিট ও পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে পারবে
  • প্রতিষ্ঠানের নীতিনির্ধারনী কমিটিতে সক্রিয় মেম্বার হিসেবে থাকতে পারবে

 

প্রতিষ্ঠার জন্য রোড ম্যাপ

  1. প্রাথমিক পরিকল্পনা ও বাজার গবেষণা
  2. প্রতিষ্ঠানের কাঠামো নির্ধারণ
  3. সরকারি অনুমোদন ও লাইসেন্সিং
  4. অবকাঠামো উন্নয়ন
  5. অর্থায়ন ও বাজেট পরিকল্পনা
  6. শিক্ষক ও কর্মী নিয়োগ
  7. ছাত্রভর্তি ও সম্প্রচার
  8. শিক্ষাদানের গুণগত মান রক্ষা ও উন্নয়ন
  9. প্রতিবন্ধকতা ও সমাধান

Post a Comment

0 Comments